Search This Blog

Friday, August 19, 2011

ফেসবুকের সমস্ত ছবি+নোট+ম্যাসেজ+ওয়াল পোস্ট এর ব্যাকআপ নিন

Anonymous Vows To Hack and Destroy Facebook on Nov 5……
So…
ফেসবুকের সমস্ত ছবি+নোট+ম্যাসেজ+ওয়াল পোস্ট এর ব্যাকআপ নিন




সবাইকে সালাম । আশা করি সকলেই ভালো আছেন। তাই না? আপনার প্রাণের প্রিয় ফেসবুক যদি হ্যাক হয়ে যায় তাহলে ভাবছেন আপনার সকল তথ্য হারিয়ে যাবে? মোটেও না ভাই। এখন আপনি খুব ই সহজে আপনার ফেসবুকের সমস্ত কিছু ব্যাকআপ রাখতে পারবেন। আপনার নিজের পিসিতে সকল কিছু জমা করে রাখুন।
• আপনার সকল প্রকার ছবি
• সমস্ত নোট
• ওয়াল পোস্ট সমূহ
• সকল ভিডিও
• সব গুলো ম্যাসেজ
• ছবিতে করা সমস্ত মন্তব্য
• ছবির এলবামে করা সমস্ত মন্তব্য
• ইভেন্ট
• গ্রুপ
• ফ্রেন্ড লিস্ট
এই সকল কিছু ব্যাকআপ রাখতে পারবেন। তাহলে দেখুন কিভাবে ব্যাকআপ রাখতে হয়।
1. উপরে ডান পাশের Account এ ক্লিক করে Account Settings. এর মাঝে যাবেন
2. এখন নিচের দিকে দেখুন লিখা আছে “Download a copy” of your Facebook data” এটাতে ক্লিক করুন
3. এখন আরেকটি উইন্ডো আসলে “Start My Archive” এর মাঝে ক্লিক করুন
4. তারপরে আবার “Start My Archive” এর মাঝে ক্লিক করে “okey” লিখার ক্লিক দিন।
5. এখন ডাউনলোড শুরু হলে “Pending….” লিখা আসবে। তাহলে বুঝতে হবে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি শেষ হতে অনেক সময় লাগবে যদি আপনার প্রোফাইল অনেক ছবি থাকে আমার ২ ঘণ্টা লেগেছিল। এর পড়ে ডাউনলোড হয়ে গেলে আপনাকে একটি মেইল করবে। সেটি মেইল থেকে ডাউনলোড করে নিবেন। unzip করে ফেলবেন ফাইলটি। দেখবেন সেঠার ভেতরে আপনার ফেসবুকের সমস্ত কিছু। ধন্যবাদ।

No comments: